22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের তাড়াশে চোলাই মদসহ ৪জন গ্রেফতার ॥ ভ্র্যামমান আদালতে ৬মাসের জেল

সিরাজগঞ্জের তাড়াশে চোলাই মদসহ ৪জন গ্রেফতার ॥ ভ্র্যামমান আদালতে ৬মাসের জেল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার উত্তর সীমান-বর্তী এলাকা থেকে চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করে ভ্র্যামমান আদালতের মাধ্যমে ৬মাসের জেল প্রদান করেছে।
পুলিশ জানায়, তাড়াশ উপজেলার তালম, দেশীগ্রাম, মাধাইনগর ইউনিয়নে ব্যাপক হারে দেশীয় মদ তৈরী করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করা হয়। মঙ্গলবার তাড়াশ থানার এস আই জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তালম ইউনিয়নের ক্ষুদবাড়ি গ্রামে হানাদেয়। এ সময় মাদক সম্রাট সনে-াষ, করেজ ,নেপাল ও মিলন প্রায় ৪০লিটার চোলাই মদ নিয়ে শেরপুর উপজেলায় যাওয়ার পথে পুলিশ মদসহ ৪ জনকে আটক করে। পরে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন ভ্র্যামমান আদালত বসিয়ে ১৯৯০সালের মাদক দ্রব্য আইনে ১৯(১১) গ ধারা মতে উক্ত ৪জনকে ৬মাসের জেল প্রদান করেন। মাদক সম্রাট সনে-াজ জানান, প্রায় ২ বছর ধরে তারা বাড়িতে মদ তৈরী করে বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন- অঞ্চলে বিক্রয় করে আসছে। এলাকবাসি জানান, দীর্ঘদিন ধরে তারা সহ আরো অনেকে এলাকার মধ্যে মদ তৈরী করে যুব সমাজকে বিপথগামী করেছে। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস’া গ্রহনের জোর দাবী জানান তারা।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …