এনবিএন ডেক্সঃ “আমদের আর কিছুই বাকি রইলো না সব পুড়ে ছাই। আমরা কি খেয়ে বাঁচবো বাবারে” বলে বুক চাপড়ীয়ে হাঁও মাঁও করে কেঁদে উঠে কথাগুলো বললেন ঘরপোড়া লবির। কলার ব্যবসায়ী লবির, ১ছেলের স্ত্রী নাতনী স্বামী স্ত্রী ৫জনের সংসার। অভাব অনাটনের সংসারের কলার ব্যবসায় আয় করেই বড় কষ্টে দুইকক্ষ বিশিষ্ট একটা ইটের বাড়ি বানিয়েছিল। পাশাপাশি কিছু জমিজিরাত বন্ধকি নিয়ে চলছিল তার সংসার। ঘটানার বর্ণনা দিতে গিয়ে তার দুইচোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। সে কথাগুলো স্পষ্টকরে বলতেও পারছিলনা সাংবাদিকদের কাছে। এ সময় প্রতিবেশীরা ভিড় জমাতে থাকে তাদের মধ্যে সবাই দোষীদের শাসি-র দাবি জানায়। সরজমিনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জনৈক মোসলেম উদ্দীন সহ এলাকাবাসী জানায় ঘরপোড়া লবিরের বাড়িতে প্রায় প্রতি রাতেই ইট পাটকেল নিক্ষেপের ব্যাপারটি তারা জানেন। প্রতিপক্ষের কারনেই বাড়ি পোড়ার ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করেন। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গ্রাড়ী ক্ষেত্রে গ্রামের কলার ব্যবসায়ী লবির উদ্দীনের বাড়িতে। পূর্ব শুত্রুতার জের ধরে গত ২৮ শে জানুয়ারী/১২ দিবাগত রাতে অনুমান ১২.৩০ মিনিটের দিকে ঘরের পূর্বে পার্শ্বে বারান্দায় রক্ষিত পাট খড়িতে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ। প্রতিপক্ষের দেওয়া ঐ আগুনে ভূস্মিভুত হয়েছে বাড়ির ৪২মন ধান, চাউল,পাট,টিন ও আসবাবপত্র। এতে প্রায় ১লক্ষ ৭৫হাজার টাকার মত ক্ষতি হয়েছে। এ বিষয়ে মান্দা থানায় ৩০/১২ নং মামলা হলে থানা পুলিশ তৎক্ষানিক ভাবে ছবের আলীর পুত্র সমির উদ্দীন (৩৮) নামে ১জন কে গ্রেফতার করে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল বাকির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি তদন- সাপেক্ষে আইনানুগ ব্যবস’া নেওয়া হবে।
Home / ক্রাইম নিউজ / আমরা এখন কি খেয়ে বাচবো বাবা ! ঘরপোড়া লবির নওগাঁর মান্দায় পূর্ব শুত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ীতে অগ্নিসংযোগ প্রায় পৌনে দু’লক্ষ টাকার ক্ষতি। গ্রেফতার -১
আরও পড়ুন...
নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ …