22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর ধামইরহাটে দুর্র্বৃত্ত কর্তৃক গম ক্ষেত বিনষ্ট

নওগাঁর ধামইরহাটে দুর্র্বৃত্ত কর্তৃক গম ক্ষেত বিনষ্ট

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে আগাছ ধবংসকারী ধ্বংষকারী কীটনাশক প্রয়োগ করে গম ক্ষেত বিনষ্ট করেছে দৃর্বত্তের দল। গতকাল সোমবার দুপুরে ধামইরহাট প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস- কৃষক কামাল হোসেন জানান, আমাদের স্বত্ব দখলীয় উপজেলার রসুলবিল (রাঙ্গামাটি) মৌজা নং ১২৬, আর,এস দাগ নং ৩৪৯ এর মোট ১.৫০ একর জমিতে রবি মৌসুমে গম বপন করা হয়। গত ২৭ জানুয়ারী’১২ তারিখ রাতে উপজেলার দেউলবাড়ী গ্রামের মৃত জয়নাল হোসেনের পুত্র জারজিছ ও গাজীউর রহমান তার দলবল নিয়ে আগাছা নাশক কীটনাশক প্রয়োগ করে ফসল বিনষ্ট করে। তিনি আরও জানান, এতে তার প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে এবং উক্ত দখলীয় জমি ছেড়ে দিতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি প্রদান করছে। সম্মেলনে কামাল হোসেনের ভাই জামাল হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ উপসি’ত ছিলেন। তবে এ ঘটনায় প্রতিপড়্গ জারজিছের সাথে মুঠোফোনের যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, উলেস্নখিত জমিটি বিবাদমান বিধায় তারা নিজেরাই গম ড়্গেত নষ্ট করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …