পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে মায়ের সাথে অভিমান করে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার চরসাঈদখালী গ্রামের আয়নাল হোসেনের মেয়ে সাঈদখালী এস, ডি, মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার (১২) মায়ের সাথে ঝগড়া ঝাটি হওয়ায় অভিমান করে ঘরের কোনের একটি গাছের সাথে ওরনা জড়িয়ে আত্মহত্যা করেন। রাতে অনেক খোজা খুজির করার পরে না পেয়ে সকালে ঐ গাছ থেকে স্বজনরা ওরনা জড়ানো লাশ উদ্বার করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ নিয়ে আসে। ইন্দুরকানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে এবং লাশ ময়না তদনে-র জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয় মামলার তদন-কারী কর্মকর্তা ইন্দুরকানী থানার এস, আই ওসমান গনি জানান লাশ উদ্বার করে ময়না তদনে-র জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হয়। তবে ময়না তদনে-র পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …