পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগররে আলোচিত ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে ধর্ষকের ভাই অপুকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে উপজেলার কালাইয়া গ্রামের অনিল চন্দ্রের পুত্র অপু (২২)কে ধর্ষণ মামলার বাদী নীপা কে ও ঐ মামলার স্বাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। জানা যায় গত বছর আগষ্ট মাসে উপজেলার ইন্দুরকানী বাজারে দর্জি দোকানদার কিশোর কুমার তার দোকানের কর্মচারী নিপা রায় (২৮) কে ধর্ষণ করার অভিযোগে তার বিরুদ্ধে নীপা রানী বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করেন। এই মামলার একমাত্র আসামী কিশোর কুমার দীর্ঘ দিন কারা ভোগ করার পর হাই কোট থেকে জামিন লাভ পান। জামিন পাওয়ায় কিশোর কুমারের ভাই অপু ধর্ষিতাকে ও ঐ মামলার স্বাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদী নিপা জানান অপু ও তার আত্মিয় স্বজন আমাকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ায় আমি অভিযোগ করেছি।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …