সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১২ তম খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়।
বেলকুচি সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে সিরাজগঞ্জের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ২৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি হিসাবে নগদ অর্থ ও সার্টিফিকেট এবং জেএসসিতে এ+ প্রাপ্ত ১৮০ জনকে সম্মান সুচক সনদ প্রদান করা হয়। খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান
অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুৃষ্ঠানে শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব শামছুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ ভট্রাচার্য, বেলকুচি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জুলকার নায়ন, ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব মোঃ জোবায়ের হোসেন, সঙ্গীত শিল্পী শুভ্রদেব, আলহাজ্ব গাজী সাইদুর রহমান, শাহজাহান আলী সরকার, উত্তরবঙ্গের প্রধান সমন্বয়কারী আনছার আলী খান জয় প্রমুখ বক্তব্য রাখেন।
গত ২০০১ সাল থেকে সিরাজগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। এর পাশাপাশি আত্মকর্মসংস’ানের লক্ষ্যে দেশের দরিদ্র মানুষের মাঝে ক্ষুদ্র মূলধন আকারে ‘সদকা-ই-জারিয়া’ কার্যক্রম, দুর্যোগে ত্রান, বস্ত্র বিতরন এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই ফাউন্ডেশন।