22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর পত্নীতলায় ৫ কোটি টাকা মূল্যের গণেশ মুর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলায় ৫ কোটি টাকা মূল্যের গণেশ মুর্তি উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁর পত্নীতলায় গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাটিআমলাই গ্রামের সামছুদ্দিনের বাড়িতে নওগাঁ ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ১৯ কেজি ওজনের কষ্টি পাথরের একটি গণেশ মূর্তি উদ্ধারসহ এটি বেচা-কেনার সময় হাতে নাতে ২ পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার মহিশ্বর গ্রামের মৃত সাবের আলীর পুত্র গুলজান হোসেন (৪২) ও পশ্চিম ধরইল গ্রামের মজিবর রহমানের পুত্র মিজানুর রহমান (৩৮)। পাচারের উদ্দেশ্যে কষ্টি পাথরের মুর্তি বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ডিবি পুলিশের এস আই আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ বিকেল ৩টায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মুর্তিটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মুর্তিটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে ডিবি পুলিশ জানায়।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …