20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ঘোষেরহাট পত্তাশী সড়ক ও সেতুর বেহাল দশা

ঘোষেরহাট পত্তাশী সড়ক ও সেতুর বেহাল দশা

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের ঘোষেরহাট পত্তশী সড়কের বেহালদশা ৫ বছরেও পড়েনি কোন সংস্কারের ছোঁয়া। এলাকাবাসীকে পোহাতে হচ্ছে দৈনন্দিন দূভোগ। উপজেলার জনগুরুত্বপূর্ন ঘোষেরহাট বাজার হয়ে পত্তাশী পর্যন- ৮ কিঃ মিঃ এলজিইডি সড়ক একযুগ আগে ইটসলিংয়ের কাজ হওয়ার পর গত সিডর ও আইলায় এই সড়কের একাধিক স্থানে খানা খন্দর ও গর্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্‌ হয়ে পড়েছে। এছাড়া এ সড়কের খেজুর তলা বাজার সংলগ্ন খালের সেতুটি সিডরের সময় একেবারে বিধবস- হয়ে যায়। ভেঙ্গে যায় সব স্লিপার গুলো এলাকাবাসী অনেক অপেক্ষার পর নিজেরাই সেতুটি পারাপারের জন্য কাঠ কেটে স্লিপার তৈরি করে পার হচ্ছে। এই সেতুটি জনগুরুত্ব হলেও ৫বছরেও কোন মেরামত করার ব্যবস’া করেনি কর্র্তৃপক্ষ। এবং সড়কটিতে এলাকাবাসী নিজেদের চলাচলের জন্য শুধু মাটিদিয়ে মাঝে মাঝে গর্ত ভরাট করলে ভ্যান রিক্সা অটো সহ সাধারন যানবাহন কষ্টকরে পথ চলতে হয়। এই সড়কটির উপজেলা সদরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। স্কুল কলেজ,মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ সাধারনের এই সড়ক দিয়ে যাতায়াত করতে দারুন দুভোগের শিকার হতে হয়। সরজমিনে দিয়ে দেখা যায় এই সড়কের ইট সলিং ভবানীপুর গ্রাম সহ একাধিক স’ান থেকে উঠে যাওয়ায় রিক্সা ভ্যান চলতেও পারছেনা। মালামাল পরিবহন সহ যাত্রীদের চলতে একাধিক স’ানে নেমে আবার অন্য গাড়িতে উঠতে হয়। এ সমস্যা দীর্ঘদিন ধরে চললেও এদিকে কর্তৃপক্ষের কোন দৃষ্টি নেই। সংস্লিষ্ট পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার জানান জনসার্থে এই সড়কটি ঘোষেরহাট থেকে পত্তাশী পর্যন- পূর্ন নির্মান জরুরী। জিয়ানগর উপজেলা উপ-প্রকৌশলী আজমল হোসেন জানান ঐ সড়কের জন্য কোন প্রকল্প প্রস-াব দেওয়া হয়নি। অপরদিকে সড়কটি জনগুরুত্ব পূর্ন হলেও রাজনৈতিক কারনে সড়কটির জন্য কোন প্রকল্প প্রস-াব করা হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …