পিরোজপুর প্রতিনিধি: জড়াজীর্ন ভবন, লক্কর ঝক্কর গাড়ী, জনবল সংকট, আবাসিক সমস্যা নিয়ে চলছে জিয়ানগরের ইন্দুরকানী থানার ২৫ বছর। দক্ষিণাঞ্চলের কঁচা ও বলেশ্বর নদীর তীরবর্তী উপকুলীয় জলদস্যু আতংকিত এ এলাকয় ১৯৭৬ সালে ইন্দুরকানী নামে নৌপুলিশ ফাঁড়ি স’াপন থেকে ২০১১ সাল পর্যন- ২৫ বছরে শত সমস্যা নিয়ে চলছে এ থানার কার্য্যক্রম। ২০০২ সালে এ থানাটি উপজেলায় উন্নীত হলেও পুলিশ থানায় লাগেনি কোন উন্নয়নের ছায়া। আশির দশকে নির্মিত থানা ভবন ও পুলিশ ব্র্যাক একেবারে সেকেলের। জড়াজীর্ণ ভবনে পুলিশের থাকা এবং কাজ করা একেবারে ঝুকিপূর্ণ। ব্র্যাক ভবনের লেট্রিন একেবারে অস্বাস’্যকর। থানার অফিসার ইনচার্জ এবং কর্মকর্তাদের বাসভবন দশ বছর ধরে পরিত্যাক্ত অবস’ায় পরে রয়েছে। পুলিশ কর্মকর্তারা জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে ভাড়াটে বাসায় বসবাস করছেন। থানা ভবন এত ছোট যে, প্রত্যেক অফিসারের অলাদা কোন কক্ষ নেই। শুধু অফিসার ইনচার্জের একটি ছোট কক্ষ থাকলেও অন্য একজন ইন্সেপেক্টর ও অন্যান্য কর্মকর্তারা ১ টি কক্ষে গাদাগাদি করে বসে অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছে। পুলিশ ব্র্যাক ও থানা ভবনের টিন দিয়ে পানি পড়ায় কষ্ট করে তাদের থাকতে হচ্ছে। থানার হাজত খানাও মালখানার অবস’াও করুন । হাজত খানাটি ৭ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস’। অনেক কষ্ট করে আসামীদের থাকতে হচ্ছে । এ থানায় লক্কোর ঝক্কোর ১ টি পুরান পুলিশ ভ্যান থাকলেও তা প্রায়ই বন্ধ হয়ে যায় ফলে দ্রুত দূক্সকৃতি দমনে পুলিশদের বিভিন্ন স’ানে যেতে বেগ পেতে হয়। ৩ বছর পূর্বে এক কোটি আশি লক্ষ টাকা ব্যায়ে থানা ভবন নির্মাণের কাজ শুরু হলেও অবশেষে এবছর তা দ্রুতগতিতে চলছে। এ ছাড়া এ থানায় রয়েছে ব্যপক জনবল সংকট। সাব ইন্সপেক্টর পদ ৬ টি থাকলেও মাত্র ২ জন সাব ইন্সপেক্টর দায়িত্ব পালন করছেন। অপরদিকে এএসআই’র ৪ টি পদ থাকলেও ২ জন এএসআই রয়েছে থানাটিতে। পুলিশ কনেস্টবল ৩০ জনের পদ থাকলেও রয়েছে মাত্র ১৬ জন কনেস্টবল। ফলে আইনশৃংখলা রক্ষাসহ বিভিন্ন কাজে পুলিশের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গির হোসেন জানান, জনবল সংকট, আবাসিক সমস্যাসহ নানা সমস্যায় জরজরিত এ থানায় ঝুকি নিয়ে কাজ করতে হচ্ছে। আমি নিজেই ভাড়া বাসায় থাকছি। তেমনি থানা ভবন কবে নির্মান হবে তাও অনিশ্চিত। থানা ভবনের নির্মানাধীন ঠিকাদার জানান এবছর জুন মাসের মধ্যে থানা ভবনের কাজ নির্মান সমাপ্ত হবে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …