20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর রানীনগরে গভীর নলকূপে সন্ত্রাসীদের তালা, ৩শ বিঘা জমির বোরো চাষ অনিশ্চিত

নওগাঁর রানীনগরে গভীর নলকূপে সন্ত্রাসীদের তালা, ৩শ বিঘা জমির বোরো চাষ অনিশ্চিত

এনুবিএন ডেক্স: নওগাঁর রানীনগর উপজেলার লক্ষিকোলা গ্রামের বরেন্দ্র উন্নয়ন বহুমুখি কর্তৃপক্ষের একটি গভীর নলকুপে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তালা ঝুৃলিয়ে দেওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ওই গভীর নলকুপের অধীনের প্রায় ৩ শতাধিক বিঘা জমির ইরি-বোরো ধান চাষ। বিষয়টি বরেন্দ্র উন্নয়ন বহুমুখি কর্তৃপক্ষকে জানানোর পরে ১৫ দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ গভীর নলকুপ চালুর কোন উদ্যেগ গ্রহণ না করায় কৃষকরা ধান চাষ নিয়ে পড়েছে চরম অনিশ্চিয়তার মধ্যে। যেখানে আরো ১৫ দিন আগে থেকে রানীনগর উপজেলার মাঠে মাঠে চলতি মৌসুমের ধান চাষ শুরু করেছে অন্যান্য কৃষকরা, সেখানে এখনও পর্যন্ত পানির অভাবে ধান চাষ শুরু করতে না পারায় চলতি মৌসুমের ওই স্কীমের আওতাধীন জমিতে বোরো চাষ ব্যাহত হওয়ার আশংকায় দিনাতিপাত করছে শতাধিক কৃষক পরিবার। মঙ্গলবার সরজমিনে লক্ষিকোলা গ্রামের তেলিপাড়া এলাকার ওই স্কীম এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকরা চাষাবাদের সার্বিক প্রস্তুতি নিয়ে বসে অলস সময় অতিবাহিত করছে লক্ষিকোলা ও ভাদালিয়া এলাকার কৃষকরা। ওই স্কীম এলাকার কৃষক আবু সাঈদ , সাহাদত হোসেন, উজ্জল হোসেন, রাসেল আহম্মেদ সুরুজ জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপে প্রায় ১৫ দিন আগে তালা ঝুলিয়ে দেয়। আর একারণে পানি সেচের অভাবে জমিতে হালচাষসহ রোপন কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা। বীজতলাসহ ধান রোপনের সকল প্রস্তুতি থাকা সত্বেও আমরা নিরূপায় হয়ে বসে আছি। আগামী ২/১ দিনের মধ্যে যদি এ সমস্যার সমাধান না হয় তাহলে চলতি মৌসুমে স্কীমের আওতাধীন জমি গুলো অনাবাদি থেকে যাবে। এতে করে স্কীমের আওতাধীন ৩ শতাধিক বিঘা জমির কৃষকরা চরম আর্থিক সমস্যা সম্মুখিন হয়ে পড়বে।
এ ব্যাপারে বরেন্দ্র কর্তৃপক্ষের নিয়োগকৃত নলকুপ অপারেটর আবু ফারুক ওরফে ডাবলু (৫০) অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান নিক্সনের নেতৃত্বে আলমগীর হোসেন রাঙ্গা, আলতাফ হোসেনসহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে স্কীম থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘ দিন ধরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছিল। এইর জের ধরে গত ২০১১ সালের ১০ জুন গভীর নলকুপের ঘরে আমাকে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালিয়ে আমার পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তারা আরো বেপরোয়া হয়ে উঠে এবং গত ১৫ দিন আগে জোর পূর্বক গভীর নলকুপের ঘরে তালা ঝুলিয়ে দেয়। এছাড়াও স্কীম চালুর চেষ্ঠা করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকি-ধামকির ভয়ে আমি স্কীম শুরু করতে পারছিনা। এতে স্কীমের আওতাধীন কৃষকরা ধান চাষাবাদ করতে না পেরে চরম বেকায়দায় পড়েছেন। গভীর নলকুপে তালা ঝুলানোর অভিযোগ করে মিজানুর রহমান নিক্সন জানান, গভীর নলকুপে আমার পক্ষ থেকে কোন তালা ঝুলানো হয়নি। গভীর নলকুপের ২টি চাবির মধ্যে একটি চাবি অপারেটরের কাছে এবং অপরটি আমার কাছে রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনার উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের রানীগনর জোনে সহকারী প্রকৌশলী মোঃ তিতুমীর রহমান বলেন, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিত আমি সরজমিনে তদন্ত করেছি। বিাবদমান দুই পক্ষ এবং কৃষকদের সাথে কথা বলেছি। আশা করি ২/১ দিনের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে এবং নলকুপ চালু করা সম্ভব হবে। তিনি আরো বলেন, ২/১ দিনের মধ্যে স্কীম চালু করতে পারেলে কৃষকরা ভাবেই ফসল চাষাবাদ করতে পারবে। কোন সমসার সৃষ্টি হবেনা। #

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …