এনবিএন ডেক্সঃ নওগাঁয় অস্ত্র মামলায় শামীম (২২) নামের এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গতকাল রবিবার নওগাঁর সাব জজ আদালত-২ এর বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলোঃ জেলার রানীনগর উপজেলার ভাদালিয়া গ্রামের রিয়াজ প্রামানিকের পুত্র শামীম প্রামানিক (২২)।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ২০১০ সালের ২৩ আগষ্ট বাগমারা ক্যাম্পের ডি,এ,ডি শরীফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ডাকাতির জন্য নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর মিটিং করছিল । খবর পেয়ে ঘটনাস’লে পৌছা মাত্রই র্যাবের উপসি’তি টের পেয়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় শামীম নামের এক ডাকাতকে একটি দেশীয় সাটারগানসহ তাকে গ্রেফতার করে। শামীম র্যাবের নিকট রোড ডাকাতির কথা স্বীকার করে। পরে র্যাবের ডি,এ,ডি শরীফুল ইসলাম বাদী হয়ে রানীনগর থানায় অবৈধ আগ্নেয় অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা দায়ের করলে বিচারের জন্য আদালতে এলে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী অনে- এ আদেশ দেন। মামলাটি বাদী পক্ষে এ্যাডঃ খলিলুর রহমান এবং আসামী পক্ষে এ্যাডঃ জয়নাল আবেদীন মিন্টু পরিচালনা করেন।#
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …