এনবিএন ডেক্স- নওগাঁর ধামইরহাটে বাস ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। প্রত্যড়্গ দর্শী ও স্থানীয়রা জানান, ২২ জানুয়ারী সকাল ১১ টার দিকে রাজশাহী টু মঙ্গলবাড়ী অভিমুখে রাজশাহী-ব-৫৩৯৪ নং বিশিষ্ট শাহমুখদুম নামক একটি যাত্রীবাহী বাস জয়পুরহাট থেকে ধামইরহাটগামী পোল্টি মুরগীসহ একটি ভুটভুটি উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ মোড় থেকে ৫০০ গজ দুরে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। এতে ভুটভুটির ইঞ্জিন রাসত্মার পাশে ছিটকে পড়ে যায় এবং চালক মঙ্গলকোটা গ্রামের মৃত রশিক মালীর ছেলে রানা (১৬), ও হেলপার একই গ্রামের মনজেন মালীর ছেলে গৌতম (১৮) মুমুর্ষ অবস্থায় জয়পুরহাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভুটভুটির হেলপার গৌতমকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ধামইরহাট অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম ঘটনাস’ল পরিদর্শন করেন। ভুটভুটির মালিক বাবু জানান, তিনি বরাবরই ভুটভুটিযোগে পোলট্রি মুরগী জয়পুরহাট থেকে ব্যবসার জন্য ধামইরহাটে আনা নেওয়া করে। ঘটনার দিন সে ১৫০ পিচ মুরগী নিয়ে ধামইরহাটে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। অদড়্গ চালক দিয় বেপরোয়া ভাবে ও নাবালকদের দিয়ে অবৈধ ভুটভুটি রাসত্মায় চলাচলই এসব দুর্ঘনার মুল কারণ বলে অভিজ্ঞ মহল মত পোষন করেন। তবে এই ঘটনার জন্য রাজশাহী থেকে ছেড়ে বাসটি ধামইরহাট সহ বিভিন্ন স’ানে দেরী করায় নির্ধারিত সময়ে পৌছতে না পেরেই অতি দ্রম্নত ব্যাগে গাড়ীটি আসায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স’ানীয়রা অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যনত্ম থানায় কোন মামলা হয়নি।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …