22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় ডিজিটাল উদ্ভাবনী ও সেবা মেলা শুরু

নওগাঁয় ডিজিটাল উদ্ভাবনী ও সেবা মেলা শুরু

এনবিএন ডেক্স: নওগাঁ জেলা স্কুল মাঠে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও সেবা মেলা শুরম্ন হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রীর একানত্ম সচিব-১ ও সার্পোটিং টু ডিজিটাল বাংলাদেশ (এ টু আই) এর প্রকল্প পরিচালক প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে সকাল সাড়ে ১০ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন ঘোষনা করেন। পরে মেলা প্রঙ্গনে নওগাঁর জেলা প্রশাসক ড. মোসাম্মৎ নাজমানারা খানুমের সভাপত্বি মেলা প্রসঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার, ইউপিপিআরপি এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নুরম্নল ইসলাম, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতির শ্রেষ্ঠ সনত্মান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনি, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাহমিদুল ইসলাম ও নওগাঁর পুলিশ সুপার বেলালুর রহমান।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও ইউপিপিআরপি নওগাঁ পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় স’াপিত ৩৭টি ষ্টলে জেলার বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস’ার ষ্টলে তাদের পরিসেবা সম্পর্কে জনগনকে অবহিত করেন। এর আগে এ মেলা উপলড়্গ্যে অতিথি বৃন্দের সাথে মেলায় অংশ গ্রহণকারিরা নওগাঁর পুরাতুন কালেক্টরেট ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক দক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে উপসি’ত হয়। #

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …