19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহতঃ ১ আহতঃ ২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহতঃ ১ আহতঃ ২

এনবিএন ডেক্সঃ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহত ও দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে। এলাকা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদরের হাঁপানিয়া ইউনিয়নের দশপাইকা মোড় নামক স্থানে বাসের সঙ্গে ধাক্কা লেগে মটরসাইকেল চালক শ্রী কৃষ্ণ দাস (১৭) ঘটনাস’লে মারা যায়। অপর দুই আরোগী গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে নিহত কৃষ্ণ দাস নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার টাকাহারা গ্রামের শ্রী রতন দাসের ছেলে। অপর আহত স্বপন দাস (২৫) নবাবগঞ্জ জেলার নাচল থানার ফাজিলপুর গ্রামের শ্রী কার্তিক দাসের ছেলে। এবং নগেন (৪০) নওগাঁ জেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মংলা মাষ্টারের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসি ঐ দূর্ঘটনার কারণে প্রায় একঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস’লে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রনে আনে এবং লাশ উদ্ধার করে গত শুক্রবার নওগাঁ সদর হাসাপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। আহতদের অবস্থা বর্তমানে আশংকা জনক বলে জানা গেছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি (ইউ, ডি) মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …