এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা উপজেলার ডালাইন ইউনিয়নের এক নিবিড় জনপদের নাম বৈলশিং পানাতাপাড়া। এলাকার অধিকাংশ মানুষই পেশায় কৃষিজীবী। বৈলশিং পানাতাপাড়ার দরিদ্র পরিবারের স্তান জাহাঙ্গীর। তার নিজ বসতভিটা না থাকায় স্ত্রী কুলছুমকে নিয়ে শ্বশুরালয়ে ঠাঁই নেন। ভ্যানচালক জাহাঙ্গীরের দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ ৫ জনের সংসার খুঁড়িয়ে খুড়িয়ে চলছিল। অভাবের কারণেই পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে ওঠে। একসময় জাহাঙ্গীর অসুস’ হয়ে পড়লে সংসার চালনা ও চিকিংসার জন্য বিভিন্ন সমিতি থেকে মোটা অংকের টাকা ঋণ করতে হয়। ২০০৬ সালে ভার্ক কর্মীরা শতভাগ স্যানিটেশন কার্যক্রম বাস-বায়নের জন্য বৈলশিং পানাতাপাড়ায় অতি অল্প সময়ে শতভাগ স্যানিটেশন অর্জনে সক্ষম হয় সে জন্য জাহাঙ্গীর বিনা পারিশ্রমিকে গর্ত করে ল্যাট্রিন স্পপন এবং হতদারিদ্র পরিবারগুলোকে রিং, স্ল্যাব ও অন্যান্য সামগ্রী কিসি-তে কেনার জন্য সহযোগিতা করেন। অল্প সময়ের মধ্যেই জাহাঙ্গীর ও কুলছুম এলাকার সবার কাছে পরিচিতি লাভ করেন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে ভার্ক মান্দা কর্ম এলাকায় অনুষ্ঠিত উন্নত চুলা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কুলছুম। প্রশিক্ষণ শেষে স্বামী-স্ত্রী উভয় মিলে উন্নত চুলা ব্যবহারের সুবিধাগুলো এলাকায় প্রচার করতে থাকলে অনেকেই আগ্রহী হয়ে চুলা তৈরির অর্ডার দিতে থাকে। স্বামীর ভ্যানে করে চুলা তৈরির মালামাল নিয়ে বিভিন্ন গ্রামে দক্ষতার সঙ্গে চুলা তৈরি করতে থাকেন কুলছুম। জাহাঙ্গীর জানান, সরকারি সহযোগিতা পেলে এটি আরো সমপ্রসারণ করে স্বাস’্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছানো সম্ভব হবে।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …