19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় প্রতিপক্ষের হামলায় স্বামী, শ্বাশুড়ী, দেবর ও চাচা আহত

নওগাঁয় প্রতিপক্ষের হামলায় স্বামী, শ্বাশুড়ী, দেবর ও চাচা আহত

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আঃ মান্নানসহ ১৫/১৬ জনের একটি দল স্বামী, শ্বাশুড়ী, দেবর ও চাচা শ্বশুড়কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস’ায় পথচারীরা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটে আতোয়ারের মাথায় ১৫টি সেলাই, তার ভাই আকতারের ডান হাতের আঙ্গুল, মা আকতারুন বেওয়ার বাম হাত ভেঙ্গে যায় ও চাচা হামিদুরের মাথায় ৩টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আতোয়ারের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে শুক্রবার রাতে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, সদর উপজেলার বক্তারপুর গ্রামের আতোয়ার রহমান, তার ভাই আকতার, মা আকতারুন বেওয়া ও চাচা হামিদুর রহমানসহ ব্যবসায়ীক কারনে সকালে কয়েকজন এক সাথে নওগাঁ শহরের উদ্দেশ্য রওনা হলে ঠাং ভাঙ্গা মোড় নামক স’ানে এসে পৌঁছলে পূর্ব থেকে সুপরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা অবস’ায় পার্শ্ববর্তী দিঘা গ্রামের মৃত কেরামত আলীর পুত্র আঃ মান্নান, একই গ্রামে মৃত লছিরের পুত্র আঃ জব্বার ও ছানা, কাবিল, হান্নানসহ ১৫/১৬ জনের একটি দল হাসুয়া, লাঠি, লোহার রড ও শাবলসহ দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হইয়া এলোপাতাড়ী ভাবে মারপিট করতে থাকে। হাসুয়ার কোপে আতোয়ারের মাথায় গুরুতর জখম হয় মৃত মনে করে ফেলে রেখে যায়, তার ভাই আকতারের ডান হাতের আঙ্গুল, মা আকতারুন বেওয়ার বাম হাত ভেঙ্গে দেয় ও চাচা হামিদুরের মাথায় রডের আঘাতে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। তাদের আত্নচিৎকারে পথচারীরা রক্তাক্ত ও গুরুতর আহত অবস’ায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে আতোয়ারের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে আঃ মান্নান সহ ১৬ জনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৪। তারিখ ১৩/০১/১২। এ ব্যাপারে তদন-কারী কর্মকর্তা এস,আই রাশেদুল ইসলাম জানান, ঘটনাস’ল পরিদর্শন করেছেন, আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ২/১ দিনের মধ্যে তাদের গ্রেফতার করা হবে। #

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …