এনবিএন ডেক্স: নওগাঁর বদলগাছীতে গ্রামীণ উন্নয়ন অবকাঠামো ভেঙে পড়ার আশঙ্কায় উপজেলার ৮ চেয়ারম্যান উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ৮ চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরে এই আশঙ্কা করছেন। ইতোমধ্যে চেয়ারম্যানগণ দুর্যোগ ব্যবস’াপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী বরাবরে পিআইওর বদলির দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, বদলগাছীতে পিআইও জাহাঙ্গীর আলম ৩ বছর বেশি সময় ধরে এই স্টেশনে কর্মরত রয়েছেন। বিগত ২০১০-২০১১ অর্থবছরে শেষ কিস্তির বরাদ্দকৃত কাবিখা, কাবিটা, ও টিআর প্রকল্পের অর্থ ও গম প্রকল্পের কাজে ব্যবহৃত হয়নি।
এসব প্রকল্পের লুটপাট চিত্র বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলেও কোন ব্যবস’া গ্রহণ করা হয়নি এবং পিআইও জাহাঙ্গীর আলমের কাথাবার্তা ও আচরণ সন্তোষজনক নয় বলেও অভিযোগ করা হয়েছে। ৮ চেয়ারম্যান জানান, এই পিআইও থাকলে স’ানীয় সরকারের গৃহীত কর্মকান্ডের উন্নয়ন ব্যাহত হবে। উপজেলা সদর ইউপি চেয়ারম্যান এমএম গফুর, কোলা ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী মুকুলসহ ৮ চেয়ারম্যান গত ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করেন। কিন’ এ পর্যন্ত পিআইওর কোন বদলির ব্যবস’া না হাওয়ায় ৮ চেয়ারম্যান উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন বলে তারা জানান।
Home / জাতীয় সংবাদ / নওগাঁর বদলগাছীতে গ্রামীণ উন্নয়ন অবকাঠামো ভেঙে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ৮ চেয়ারম্যান!!
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …