19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর পত্নীতলায় পেঁপের ভেতর পেঁপে !

নওগাঁর পত্নীতলায় পেঁপের ভেতর পেঁপে !

এনবিএন ডেক্স: অবিশ্বাস্য হলেও সত্য নওগাঁর পত্নীতলায় একটি পাকা পেঁপের ভেতর আরো একটি পেঁপের জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে পত্নীতলা উপজেলার পত্নীতলা বাজার মোড় এলাকার শততা ম্যারেজ মিডিয়ার ঘটক মোঃ আবু সাঈদের বাড়ীতে। তিনি তার নিজ বাড়ীর একটি পেঁপে গাছ থেকে একটি পাকা পেঁপে খাবার জন্য নামান। পেঁপেটি তার স্ত্রী বটিতে কেটে দেখতে পান পেঁপের পেটের ভেতরে আরো একটি পেঁপের জন্ম। ঘটনাটি জানাজানি হলে এলাকার নারী পুরুষের ঢল নামে আবু সাঈদের বাড়ীতে পেঁপেটি এক নজর দেখার জন্য। এ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। #

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …