সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ২০ ক্ষুদ্র ব্যবসায়ী অচেতন হয়ে পরেছে। এতে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, গত সাত দিন ধরে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশ মেলায় আগত কাপড় , চালের তৈরী জুড়ী, মিষ্টি-জিলাপী ও কাঠ ব্যবসায়ী সারা দিন কেনাবেচা শেষে গত বুধবার রাতে নিজেদের তৈরীকৃত খাবার খেয়ে অচেতন হয়ে পরে যায় । এতে আহত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ সদরের কাঠ মিস্ত্রী মোক্তার হোসেন(৪৫), ইউনুস আলী (৪৩), সানোয়ার হোসেন (৩২),হবিবুর রহমান (৩৯), হায়দার আলী (৪২), উল্লাপারা উপজেলার আলাউদ্দিন (৩৫), রাজু (২৯), শাহজাদপুর উপজেলার আঃ আলীম(৪২), হযরত আলী (৩৬), নুরুল ইসলাম(৩৬) এবং বুদ্দু মিয়াসহ (৩৯) প্রায় বিশজন এরা সবাই ওরশ মেলার ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের (ব্যবসায়ী) আশঙ্কা, পূর্ব পরিকল্পিত ভাবে লুটপাটের জন্যই কোন ছিনতাইকারী দল এ ঘটনা ঘটাতে পারো। এতে আর্থিক তেমন কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কয়েক জন ব্যবসায়ী। খাদ্যে বিষক্রিয়ায় ব্যবসায়ীদের অচেতন হওয়ার কথা স্বীকার করে এনায়েতপুর থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আহতদের দু-এক জন বাদে তারা সবাই এখন অশংকা মুক্ত রয়েছে।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …