পিরোজপুর জেলা কারাগারের গেইট থেকে এক রিমান্ডের আসামি থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কারগার থেকে আসামিকে বের করে পুলিশের হেফাজত নেবার সময় গেটে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা গল্প করার ফাঁকে শাহিন বালি (২৯) নামের আসামি পালিয়ে যায় । জানাযায়, জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মকবুল বালীর পুত্র শাহীন বালিকে স্বরুপকাঠী থানা পুলিশ কয়েকদিন আগে জাল টাকার মামলায় গ্রেফতার করে ।পরে এ মামলায় আসামি শাহীন বালিকে আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।বৃহস্পতিবার আসামিকে স্বরুপকাঠী থানার ৩ কনেস্টবল জেলা কারাগার থেকে বের করে নিয়ে যাবার সময় কারাগারের গেটে দাঁড়িয়ে গল্প করার ফাঁকে সুজগ সন্ধ্যানী শাহীন বালি দৌড়ে পালিয়ে যায়। এ সময় আসামির হাতে হাতকড়া ছিল কিনা তা জানাযায় নি। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন-) ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন-কারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। মামলার তদন-কারী কর্মকর্তা জানান, ৩ জন কনস্টেবল রিমান্ডের জন্য শাহীন বালিকে পিরোজপুর আনতে গিয়েছে। আমি এর বেশি কিছু আমি জানিনা।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …