7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে ৫ বছরের সাজা প্রাপ্ত যুবলীগ আহবায়ক সহ তিন নেতা জামিনে মুক্ত

জিয়ানগরে ৫ বছরের সাজা প্রাপ্ত যুবলীগ আহবায়ক সহ তিন নেতা জামিনে মুক্ত

পিরোজপুর প্রতিনিধি: ৫ বছরের সাজা প্রাপ্ত জিয়ানগরে উপজেলা যুবলীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন সহ তিন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার পিরোজপুর কারাগার থেকে তারা মুক্তি পান। ২০০০সালের একটি মারামারির ফৌজদারী মামলায় গত ২৪ শে আগষ্ট পিরোজপুরের চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন কে ৫ বছর, যুবলীগ নেতা আলাম ফকিরকে ৭ বছর এবং টুকুকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এর এক সপ্তাহ পর যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন আদলতে আত্নসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠায়। যুবলীগ নেতার পক্ষথেকে পিরোজপুর জজ আদালতে জামিনের জন্য আপিল করলে আপিল না মঞ্জুর হয়। এবং তারা হাইকোর্টে জামিনের জন্য আপিল করেন। গত ৩ জানুয়ারী হাইকোর্টের একটি বেঞ্চ শুনানী শেষে যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, আলাম ফকির ও টুকুকে ৪ মাসের অনর্-বর্তি কালীন জামিন মঞ্জুর করেন। এই জামিনের আদেশে বুধবার রাতে এই তিন নেতা পিরোজপুর কারাগার থেকে মুক্তি পান। উল্লেখ্য ২০০০ সালের বিজয় দিবসের দিন উপজেলার পত্তাশীতে উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বড় ভাই তোফাজ্জেল হোসেনের উপর যুবলীগ নেতা নেতৃত্বে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এই অভিযোগে যুবলীগ নেতাদের বিরুদ্ধে হুমায়ুন কবিরের ভাই রুহুল আমিন বাদি হয়ে মামলা করেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …