23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / সিরাজগঞ্জে ৪ দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু

সিরাজগঞ্জে ৪ দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আনন্দ ঘন পরিবেশে ৪ দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ডুমুর গোলামী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ৪ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং তিনি গ্রাম বাংলা মানুষের মনমাতানো ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অব্যাহত থাকায় গ্রামবাসীকে অভিনন্দ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডুমুর গ্রামের বাসিন্দা রফিকুল আলম খান। অন্যন্যাদের মধ্যে বহুলী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক সেখ, ভদ্রঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন। ঘোড় দৌড় প্রতিযোগিতার প্রথম দিনে হাজার হাজার দর্শনার্থী জমায়েত হয়। ৪ দিন ব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতায় ১২ জানুয়ারী বৃহস্পতিবার শেষ হবে। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশতাধিক ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। নানা রঙ্গের ঘোড়ার দৌড় যেন গ্রাম বাংলার মানুষের মন আনন্দে উল্লাসে মেতে ওঠে। ঘোড় দৌড় প্রতিযোগিতাটি দীর্ঘ ১৭ বছর ধরে চলে আসছে। ঘোড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করতে শহর থেকে শত শত মানুষ ভীড় জমায়। এই মেলা কে কেন্দ্র করে অত্র এলাকার নতুন জামাই দুর দুরান- থেকে সকলের আত্নীয় স্বজনের আর্বিভাবে ডুমুর গোলামী গ্রামটি এখন উৎসবে মেতে উঠেছে। অনুষ্ঠানে হাজারও নারী পুরুষের সমাগম হয়।

আরও পড়ুন...

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …