8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের উল্ল্লাপাড়ায় তৈরী হচ্ছে ভেজাল ঘি!

সিরাজগঞ্জের উল্ল্লাপাড়ায় তৈরী হচ্ছে ভেজাল ঘি!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্ল্লাপাড়া উপজেলার লাহিড়ীমোহনপুরে বিএসটিআই অনুমোদন ছাড়া প্রকাশ্য একটি ঘি কারখানায় পামওয়েল ডালডা ও বিভিন্ন ক্ষতিকারক ক্যামিক্যাল দিয়ে তৈরী হচ্ছে ভেজাল ঘি! দীর্ঘ দিন ধরে প্রশাসন কে ম্যানেজ করে ওই ভেজাল ঘি দেশের বিভিন্ন স’ানে বাজারজাত করে অসাধু চক্র বিপুল টাকা পয়সার মালিক বনে গেলেও যেন দেখার কেউ নেই। খোজ নিয়ে জানা যায়, লাহিড়ীমোহনপুর বাজারের সোনালী ব্যাংকের শাখা অফিসের পাশে একটি জীর্নসীর্ন বাড়ী ভাড়া নিয়ে ক”বছর আগে তার আড়ালে ওই ভেজাল ঘি কারখানা গড়ে তেলে বাল্লপাড়ার গোপাল ঘোষ নামে জনৈক ব্যাক্তি। অভিযোগ রয়েছে ওই গোপাল ঘোষ তার কারখানা থেকে পামওয়েল, ডালডা, বিভিন্ন রং ও ক্ষতিকারক ক্যামিক্যাল মিশিয়ে রাতের আধারে বিপুল পরিমান ভেজাল ঘি তৈরী করে দেশের বিভন্ন স’ানে বাজারজাত করে আসছে। ইতিপূর্বে বিএসটিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়া এই কারখানায় ভেজাল ঘি তৈরীর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ঘি,ডালডা,পামওয়েল ও ক্ষতিকারক পদার্থ আটক করে ৪০ হাজার টাকা জরিমানা করে ভেজাল ঘি ফেলে দেয়। এরপও থেমে নেই এই অসাধু ব্যবসায়ীর কর্মকান্ড। সে স’ানীয় কতিপয় প্রভাবশালীদের সহযোগীতায় তার কারখানায় তৈরী ওই ভেজাল ঘি প্রতিদিন বিকেলে উল্ল্লাপাড়ার শ্যামলীপাড়া বাস ষ্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের মাধ্যমে চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন প্রানে- বাজারজাত করে আসছে। এই ভেজাল ঘি ব্যবসা করে গোপাল ঘোষ এখন রাতারাতি বিপুল টাকা পয়সা ও গাড়ী বাড়ীর মালিক বনে গেছেন। সোমা পরিবহন নামে তার রয়েছে কয়েকটি সিএনজি চালিত অটোরিক্‌্রা। সরেজমিনে ওই ঘি কারখানা পরিদর্শনকালে দেখা যায়,সর্ম্পুন্ন অসাস’্যকর পরিবেশে ঘি তৈরী করে বিভিন্ন পাত্রে ভরে খোলা স’ানে রাখা হয়েছে। কারখানার ভিতর বিভিন্ন ব্যারেল ভর্তি পামওয়েল তেল ও ডালডা রাখা আছে। কারখানা মালিক গোপাল ঘোষ এর সাথে কথা হলে তিনি বলেন,বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করেছি। এবং তিনি শতভাগ খাটি ঘি তৈরী করেন বলে দাবী করেন। স’ানীয়দের সাথে আলাপকালে তারা জানায় রাতের আধারে ওই কারখানায় একের পর এক পামওয়েলের ভর্তি ব্যারেল ঢুকানো হয়। রাতের আধারে ঘি তৈরী করে তা রাতের আধারেই বিভিন্ন স’ানে বাজারজাতকরা হয়। এব্যাপারে কথা হলে উল্ল্লাপাড়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল বারী জানান,ওই কারখানার ভেজাল ঘি তৈরী করার বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষ কে জানিয়েছি। সিভিল সার্জন কে নিয়ে ওই কারখানায় অভিযান চালাতে গেলে সু-চতুর মালিক কৌশলে কারখানা বন্ধ করে পালিয়ে যায়।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …