27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাংবাদিক দীনেশ দাসের মৃত্যুতে নওগাঁর রাণীনগর প্রেসক্লাবে শোক সভা

সাংবাদিক দীনেশ দাসের মৃত্যুতে নওগাঁর রাণীনগর প্রেসক্লাবে শোক সভা

এনবিএন ডেক্সঃ দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রির্পোটার বিশিষ্ট সাংবাদিক দীনেশ দাসের মৃত্যুতে নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনের কর্মসূচীর শেষ দিনে বুধবার সকাল ১০টায় রাণীনগর প্রেসক্লাব ভবনে এক শোক সভা ক্লাবের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনূুষ্ঠিত হয়। সভায় নিহত সাংবাদিক দীনেশ দাসের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের নওগাঁ জেলা সংবাদদাতা সলিম উদ্দীন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি অরুন বোস, সহ সভাপতি কাজী আনিছুর রহমান, সাবেক সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওহেদুল ইসলাম মিলন, শহিদুল ইসলাম, সাইদুজ্জামান সাগর, লিটন চৌধুরী, এ বাশার চঞ্চল,্‌ এস.এম মামুন এম .এ.রউফ রিপন, ওসমান গনি রতন প্রমুখ । শোক সভায় বক্তারা অবিলম্বে দূর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস’া গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান হয় এবং শোকাহত পরিবারের প্রত সমবেদনা জ্ঞাপন করেন। #

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …