8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর আত্রাইয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আ’লীগের গণমিছিল

নওগাঁর আত্রাইয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আ’লীগের গণমিছিল

এনবিএন ডেক্সঃ গত বুৃধবার সকালে নওগাঁর আত্রাই থানা আওয়ামীলীগের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের দাবীতে থানা আওয়ামীলীগের অফিস থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্ত্বরে আয়োজিত পথসভায় থানা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই রাণীনগর আসনের সাবেক এমপি’ মুক্তিযোদ্ধা মো: ওহিদুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে মিছিলে অংশ নেন, থানা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আক্কাছ আলী, সাবেক সভাপতি ডা: সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস-ফা বাদল, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক আফসার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেদুর রহমান দুদু প্রমুখ।
পোরশাঃ
গত বুধবার সকাল ১১টায় নওগাঁর পোরশা থানা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা সদরের নিতপুর শহীদ মিনারের পাদদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সাংবাদিক এম,রইচ উদ্দিন জানান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাজেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম প্রমুখ। #
ধামইরহাটঃ
নওগাঁর ধামইরহাটে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকেল ৪ টায় এক বিৰোভ মিছিল উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে আমাইতাড়া মোড়ে এক পথ সভার আয়োজন করা হয়। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সহ সভাপতি আবু হানিফ, আ’লীগ নেতা ওয়াইদুল হক সরকার, আজাহার আলী, মাহফুজার রহমান মুকুল, যুবলীগ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি কামরুজ্জামান, সম্পাদক জাবিদ হোসেন মৃদু, এ্যাডভোকেট আইয়ুব হোসেনসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভায় বক্তাগণ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবী জানান।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …