8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা হুমকির মূখে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকা রশি টানাটানি

নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা হুমকির মূখে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকা রশি টানাটানি

এনবিএন ডেক্স- নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকা মুখোমুখি অবস’ান নেওয়ায় বিদ্যালয়টির শিক্ষা ব্যবস’া হুমকির সম্মুখীন হয়েছে। জানা গেছে, বিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া একজন শিক্ষকের পক্ষ নেন প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। কমিটি কর্তৃক তদন্তে দোষী প্রমানিত হওয়া শিক্ষক হাসান তৌফিক ইমাম এর পৰ না নিতে কমিটি কর্তৃপৰ প্রধান শিক্ষিকাকে অনুরোধ করেন। কিন’ প্রধান শিক্ষিকা কমিটির কথায় কর্ণপাত না করে উল্টো প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে এবং বিদ্যালয়ে নিরপরাধ শিৰককে ফাঁসানোর ষড়যন্ত্র চালাতেন থাকেন এমন অভিযোগ করেন কমিটি কর্তৃপৰ। ফলে দু’পৰের দ্বন্দ প্রকাশ্য রূপ নেয়। গত ৯ জানুয়ারী কমিটির লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান শিক্ষকের কৰে গিয়ে অর্থনৈতিক কোন সুবিধা থেকে বঞ্চিত করা হবেনা এমন শর্তে কমিটি কর্তৃপৰ বিদ্যালয়ের মঙ্গলার্থে প্রধান শিৰিকাকে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানান। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলী, কো- অফট সদস্য আব্দুল মুকিত কলেৱাল, সদস্য দলিল উদ্দিন, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়টির সাবেক সভাপতি মঈন উদ্দিন, আব্দুল হাই, মাহফুজার রহমান মুকুল, কমিটির সদস্য তমিজ উদ্দিন এবং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও স’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন। প্রধান শিক্ষিকা স্বেচ্ছায় পদত্যাগ না করায় বিদ্যালয়ের গুর্বত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার ভয়ে কমিটির নিকট আলমারির চাবি হস্তান্তরের জন্য প্রধান শিৰিকাকে অনুরোধ করেন কমিটি কর্তৃপক্ষ। প্রথমে চাবি দিতে অস্বীকৃতি জানালেও পরে তা হস্তান্তর হয়। পরদিন ১০ জানুয়ারী বিভিন্ন সংবাদ পত্রে প্রধান শিৰিকাকে জিম্মি করা ও মারধর করার খবর প্রকাশ হওয়ায় কমিটি কর্তৃপক্ষ সুবিধাভোগী সাংবাদিকদের ভূল ও অসত্য একতরফা খবর প্রকাশের প্রতিবাদ জানান। বিদ্যালয় কমিটি দাবী করেন, প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের নিকট থেকে অসত্য তথ্য সংগ্রহ করে বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা যাচাই না করে ঘরে বসে সংবাদের মাধ্যমে আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আমাদেরকে আত্নপক্ষ সমর্থনের বিধান থেকে বঞ্চিত করে। যা সাংবাদিকতার নীতিমালার পরিপনি’। বিদ্যালয় কমিটি জানান, প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের গোঁড়ামির কারণে উপজেলা সদরে অবসি’ত একমাত্র খ্যাতিমান বালিকা বিদ্যালয়টির গত প্রায় এক দশক ধরে পরীক্ষার ফলাফল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। কমিটি কর্তৃপৰ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি বর্গ মনে করেন, বিদ্যালয়টিতে সুষ্ঠ মানের শিৰা ব্যবস্থা ফিরে আনতে কাঁদা ছোঁড়াছোঁড়ি ও রশি টানাটানি না করে প্রধান শিক্ষিকা ও কমিটির কর্তৃপক্ষের সূচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …