এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় এয়ারগানের গুলিতে একটি চোখ হারাতে বসেছে সিহাব (৫) নামে এক শিশু। প্রতিবেসী খোয়াজ আলীর ছোঁড়া গুলিতে তার ডান চোখটি মারাত্মক জখম হয়। শিশুটি এখন রাজধানী ঢাকার তেজগাঁ এলাকার ইসলামী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সিহাব উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকখোঁপা গ্রামের আব্দুস সালামের ছেলে। সিহাবের বাবা আব্দুস সালাম জানান, গত সোমবার বিকেলে প্রতিবেসী খোয়াজ আলী প্রতিশোধ পরায়ন হয়ে ঘরের ভেতর থেকে এয়ারগান দিয়ে সিহাবকে গুলি করে। গুলিটি সিহাবের চোখে লাগলে সে মারাত্মক আহত হয়। আহত সিহাবকে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে নওগাঁ সদর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স’ানান-র করা হয়। সেখানেও তার অবস’ার উন্নতি না হওয়ায় তাকে ঢাকার ইসলামী চক্ষু হাসপাতালে স’ানান-র করা হয়েছে। তিনি জানান, হাসপাতালের ডাক্তার জানিয়েছেন সিহাব এখনও শঙ্কামুক্ত নয়। তার গুলিবিদ্ধ চোখটি চিরতরে হারাতে হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন। প্রতিবেসী খোয়াজ আলী পূর্ব বিরোধের জের ধরে সিহাবকে গুলি করে হত্যার চেষ্টা করে বলে তিনি দাবি করেন। শিশুটিকে কেন গুলি করা হয়েছে জানতে চাওয়া হলে খোয়াজ আলী সাংবাদিক পরিচয় জানার পর মোবাইল ফোনের লাইন কেটে দিয়ে তা বন্ধ করে দেন।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে