এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে বিএমডির গভীর নলকূপের পোলের ট্রান্সফরমারের হ্যাঙ্গার, ইলেক্টিক সংযোগের চুরিকৃত তার উদ্ধার করেছে থানা পুলিশ। বিএমডিএ ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুলৱাহ আহসান জানান, গত ২ জানুয়ারী দিবাগত রাতে শিবরামপুর (পিড়লডাঙ্গা) গ্রামের ডিপের পার্শ্বে পোলের ট্রান্সফরমারের হ্যাঙ্গার ও তার সহ চোরের দল চুরি করে চম্পট দেয়। যার ব্যপারে ধামইরহাট থানায় ইতিপূর্বেও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর রাতে ধামইরহাট থানার এস আই শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এক অভিযান চালিয়ে উপজেলার পিড়লডাঙ্গা গ্রামের ময়েন উদ্দিন (ময়না) এর বাড়ী থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করে। এ সময় চুরিকৃত মালামাল সহ ময়েন উদ্দিন (ময়না) কে থানা পুলিশ আটক করে। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …