26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে সিরাজগঞ্জের পৌরসভার

মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে সিরাজগঞ্জের পৌরসভার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভার পয়ঃনিষ্কাশনের ড্রেনের সাথে বাসা-বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও মার্কেটের পায়খানার মলের পাইপ সংযুক্ত করায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে পৌরবাসী। দীর্ঘদিন থেকে অবৈধ, অনিয়মতান্ত্রিকভাবে ড্রেনে মল নিস্কাশন করে আসলেও সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ কোনো ব্যবস’া গ্রহণ করেনি। দিন দিন এ ঘটনা বেড়েই চলছে। অনুসন্ধানে জানা যায়, খেদন সর্দারের মোড় থেকে এসএস রোড এলাকা, ন্যাশনাল ব্যাংকের আশে পাশে, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ রোডে অবসি’ত মহিলা হোস্টেলের কাছে ডাক্তার মতিয়ারের বাড়ির আশেপাশে, সয়াগবিন্দ, দিয়ারধানগড়া, মুজিব সড়ক, মওলানা ভাসানী সড়ক, মিরপুর এলএসডি গোডাউন এলাকায় এবং শহরের অনেক বাড়ি ও প্রতিষ্ঠানের পায়খানার মলের পাইপ পৌরসভার ড্রেনের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। মলের পাইপ সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত করে দেয়ায় মল, মুত্রের জীবাণু সমগ্র শহরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বাস’্যঝুঁকিতে পড়েছে সমস- পৌরবাসী। একটি সূত্র জানিয়েছে, পায়খানার টাঙ্কির সাথে সোভোয়েল প্যাস সিস্টেম করা হয় টাঙ্কি ভরে গেলে গভীররাতে সোভোয়েলের প্যাস খুলে দিয়ে পাইপের মাধ্যমে মল ড্রেনে ফেলা হয়।অনেক বাসাবাড়ি অফিস ও মার্কেটের মলের লাইন সরাসরি ড্রেনে সংযোগ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। সিরাজগঞ্জ জনস্বাস’্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা চন্দন কুমার সাহা বলেন, পৌরসভার ড্রেনে মলের পাইপ সংযুক্ত করা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়টি নিয়ে দু’সপ্তাহ আগে পৌরসভার এক আলোচনা সভায় তিনি উত্থাপন করেছেন বলে জানান। সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা মোঃ শাহীন আলম এ প্রতিনিধিকে জানান, পৌরসভার ড্রেনে মলের পাইপ সংযোগের অভিযোগ তারাও পেয়েছেন। পৌরসভার মেয়র এ বিষয়ে ব্যবস্থ্য নেয়ার নির্দেশ দিয়েছেন এবং ড্রেনের সাথে মলের পাইপ সংযোগের সূত্র চিহ্নিত করার জন্য অনুসন্ধান চলছে বলে তিনি জানান। সিরাজগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর কাওসার আখতার দেওয়ান (রোজী) এ প্রতিনিধিকে জানান, পৌরসভার ড্রেনে মলের পাইপলাইন সংযোগের বিষয়টি তিনিও বিভিন্ন জনের কাছে শুনেছেন, তবে কেউ লিখিত অভিযোগ করেনি। তিনি দৃঢ়তার সাথে বলেন, যদি কেউ পৌরসভার ড্রেনের সাথে মলের পাইপের সংযোগ দিয়ে থাকে তা সম্পূর্ণ অবৈধ, অনিয়মতান্ত্রিকভাবে দিয়েছে। পৌরসভার পয়ঃনিষ্কাশনের ড্রেনের সাথে পায়খানার মলের পাইপের সংযোগ দেয়ার বিষয়টি অনেক আগে থেকে জানা জানি হয়ে আসলেও কেউ গুরুত্ব দেয়নি। পৌরসভা কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিষয়টি না দেখায় কিছু অসাধু মানুষ অবাধে এমন জনবিরোধী, জঘন্য জনস্বাস’্যহানিকর অপকর্ম চালিয়ে যাচ্ছে। শহরের অনেক সচেতন মানুষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, পৌরসভার অনেক অসাধু কর্মচারী বিষয়টি জানে। অর্থের লেনদেন থাকায় না জানার কথা বলছে। পৌরসভার ড্রেনের সাথে মলের পাইপের সংযোগ অপসারণ এবং অপরাধীদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা পৌর কর্তৃপক্ষ নেবে এমনটাই আশা করেন পৌরবাসী।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …