এনবিএন ডেক্সঃ নওগাঁয় ২০তম জাতীয় টিকা দিবস(১ম রাউন্ড) পালিত হয়েছে। করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার দোগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম রাউন্ডের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিব নেওয়াজ, মেডিক্যাল অফিসার ডাঃ জাহিদ নজরুল চৌধূরী প্রমুখ উপসি’ত ছিলেন। জেলায় ২ হাজার ৬ শত কেন্দ্রে প্রায় ১৪ হাজার স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবী দ্বারা ০-৫ বছরের লাখ ৩ লাখ ৩৩ হাজার ৭৮৭ জন শিশুকে পোলিও টিকা, ৬- ১১ মাস পর্যন- সাড়ে ২৫ হাজার শিশুকে (১ লক্ষ আই ইউ) ও ১-৫ বছরের ২ লাখ ৯৩ হাজার ৮০৩ জন শিশুকে(২ লাখ আই ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে।
মান্দা
নওগাঁর মান্দায় দিনব্যাপি ২০তম জাতীয় টিকা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের পোলিও টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুন্সী মনিরুজ্জামান, স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট আব্দুস সালাম, স্যানিটারী ইন্সপেক্টর আবুল খয়ের প্রমুখ উপসি’ত ছিলেন। উপজেলার ১৪টি ইউনিয়নে ৩৩৬ কেন্দ্র ছাড়াও ৪টি অতিরিক্ত ও ৩টি মোবাইল কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬২ হাজার শিশুকে পোলিও টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪
এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …