23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা

নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা

এনবিএন ডেক্স: নওগাঁয় পাষান্ড স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গত কাল রবিবার জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকার জেবরাইল গ্রামের মৃত দেলু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৮) তার স্ত্রী মুনিরা বেগম (২২)কে স্বাসরোধ করে হত্যা করছে। পুলিশ ও স’ানীয় এলাকাবসীর ভাষ্য মতে জানা যায়, গত ৩ বছর পূর্বে আমিনুল ইসলাম তার প্রথম স্ত্রী শিউলিকে রেখে পূর্ণরায় নওগাঁ জেলার সাপাহার উপজেলার কাওয়াভাষা গ্রামের আফছার আলীর মেয়ে মুনিরা বেগম (২২) কে বিয়ে করে। বিয়ের পর থেকেই আমিনুলের সংসারে দুই স্ত্রীকে নিয়ে প্রায় কলহ বিবাদ হত। এর মধ্যে মুনিরার ১ সন্তানের মা হয়। সংসারে অভাব অনটন ও বড় স্ত্রী শিউলি বেগমের আধিপত্যের জোরে প্রায়ই মুনিরাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করা হতো। এক পর্যায়ে গত শনিবার তাদের বাড়িতে স্বামী ও দুই সতিনের মধ্যে কলহ হয়। পরদিন সকালে প্রতিবেশীরা মুনিরাকে দেখতে না পেয়ে তার বাড়ীতে খোঁজ নিতে গিয়ে দেখে আমিনুল ও তার বড় স্ত্রী বাড়ীতে নাই। তারা ঘরের মধ্যে মুনিরার লাশ দেখতে পায়। প্রতিবেশীদের ধারণা পূর্ব ঘটনার জের ধরে আমিনুল ও তার ১ম স্ত্রী শিউলি ঐ রাতে যে কোন সময় মুনিরাকে হত্যা করেছে। গ্রামবাসী বদলগাছী পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস’লে এসে মুনিরার লাশ উদ্ধার করে। লাসের সুরত হালের সময় মৃতার দেহে কোন প্রাকার আঘাত বা যখমের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ এতে করে সন্দেহ করছে মুনিরার স্বামী ও সতিন মুনিরাকে স্বাসরোধ করে হত্যা করে গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …