এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে চলতি বোরো মৌসূমে সেচ কাজে ব্যহৃত বরেন্দ্র কর্তৃক চালিত একটি গভীর নূলকূপ সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় ওই প্রকল্পের আওতাধীন প্রায় তিন”শ বিঘা জমি বোরো ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত ৭ জানুয়ারী শনিবার উপজেলার চেয়ারপুর ইউপির চৌমাসিয়া গ্রামে। স’ানীয় কৃষক সমবায় সমিতির মাধ্যমে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে কৃষক ময়েন উদ্দীন দীর্ঘ কয়েক বছর ধরে এ গভীর নলকূপটি অপারেটর হিসাবে দায়িত্ব পালন করে আসছে। সম্পতি একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আজাহার আলী রাজা কয়েক জন দূস্কৃতিকারীকে নিয়ে ওই নলকূপের ঘরে জোর পূর্বক তালা ঝুলিয়ে দেয়। ফলে উল্লেক্ষিত পরিমান জমিতে সেচ কার্য বন্ধ হয়ে গেলে স্থানীয় কৃষকদের মধে হতাশা সৃষ্ঠি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বরেন্দ্র কর্তৃপক্ষের নিকট ঘটনাটি জানানো হলে ওই একাকার দায়িত্বে থাকা এসও আন্নাদুজ্জামান গতকাল রোববার সকালে ঘটনাস’ল পরিদর্শন শেষে অপারেটর ময়েন উদ্দীনকে কৃষকদের স্বার্থে বোরো চাষের জমিতে সেচের পানি দেয়ার নির্দেশ দেয়া হলেও দূস্কৃতিকারী কর্তৃক লাগানো তালা খুলে না দেয়ায় ওইসব সন্ত্রাসীদের ভয়ে গভীর নলকূপটি চালাতে পারছে না ময়েন। সরকারী বিধি অনুযায়ী গত ২০১০ সালের ২০ ডিস্বেবর ওই গভীর নলর্কপের আওতাধীন ৪০ জন কৃষকদের নিয়ে গড়া সমবায় সমিতির নিবন্ধন পান স্থানীয় কৃষকেরা। সমিতির নিবন্ধন নং ১০৩। চলতি ইরি-বোরো মৌসূমে অপারেটর হিসাবে ওই সমিতির সদস্যরা ময়েনকে ফের অপারেটর হিসাবে রেজুলেশনের মাধম্যে নিয়োগ দেন। বিষয়টি নিরশনে সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার বোরো চাষীরা।#
Home / কৃষি সংবাদ / এলাকার কৃষকদের মাঝে হতাশা নওগাঁয় বোরো সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপ ঘরে সন্ত্রাসী কর্তৃক তালা
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …