সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের দুর্ধস ডাকাত বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মালশাপাড়া’র ইদিল কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। থানাসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া এলাকার কেরামত আলীর পুত্র ইদিল হোসেন (৩৫) দীর্ঘ দিন ধরে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন প্রকার অপরাধের সহিত জড়িত। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, কাজিপুর এবং পাশ্ববর্তী টাংগাইল জেলার কালিহাতি থানায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে ৩টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় দীর্ঘ দিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ পরিদর্শক সৈয়দ সহিদ আলমের নের্তৃত্বে এএসআই রায়হান আলী শেখ সঙ্গীয় ফোর্সসহ মালশাপাড়া ওয়াপদা এলাকা থেকে ইদিল কে গ্রেফতার করতে সক্ষম হয়। ইদিলের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বসি’ ফিরে এসেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …