29 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ১২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / চলনবিল অঞ্চলে মৌচাষীদের মধু সংগ্রহ, বাজারজাত করণ মধু উৎপাদনে সরকারের যা কিছু করা দরকার তা করা হবে-প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

চলনবিল অঞ্চলে মৌচাষীদের মধু সংগ্রহ, বাজারজাত করণ মধু উৎপাদনে সরকারের যা কিছু করা দরকার তা করা হবে-প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধ: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, চলনবিল অঞ্চলে মৌ-চাষীদের মধু সংগ্রহ, বাজারজাত করণ এবং আধুনিক পদ্ধতিতে মধু উৎপাদনে সরকারের যা কিছু করা দরকার তা করা হবে। অপার সম্ভাবনাময় সরিষার ফুল কেন্দ্রীক মধু সংগ্রহে  এ অঞ্চলে মৌ-চাষিরা বর্তমান সময়ে কৃষি অর্থনীতিতে কোটি কোটি টাকা যোগ করছেন। তাদের কথা ভেবে আগামীতে মধুসংগ্রহে মৌ-চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি গতকাল চলনবিলে প্রাণ কেন্দ্র তাড়াশের খালকুলায় উত্তরাঞ্চল মৌচাষী সমিতির উদ্দ্যোগে প্রধান অতিথি হিসেবে মধু সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। পরে  নওগা ইউনিয়ন চেয়ারম্যান খোন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে মৌ-চাষিদের সমাবেশে তিনি আরো বলেন চলনবিল মাছ, ধান, সরিষা, উৎপাদনে একটি বৃহৎ ক্ষেত্র। সেখানে নতুন করে মৌ-চাষের মাধ্যমে শত শত পরিবার সাবলম্বী হচ্ছে। সে কথা মাথায় রেখে মৌ-চাষিদের উন্নয়নে তার মন্ত্রণালয়ে যা কিছু করণীয় তা করে মৌ চাষীদের ভাগ্য উন্নয়নে তিনি সহায়তা করবেন। মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আরো বলেন বাংলাদেশের বৃহত্তম বিল  চলনবিলে দেশীয় প্রজাতীর মাছ বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ ইতিমধ্যেই সুফল বয়ে এনেছে। আগামীতে বাংলাদেশ সকল উপজেলায় বিল ও জলাশয়ে রেকর্ড পরিমান টাকার পোনা মাছ ছেড়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করা হবে। ওই্‌ মৌ-চাষী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও মৌচাষী সমিতির প্রধান উপদেষ্টা  এ, এফ,এম ফকরুল ইসলাম মুন্সি, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আলহাজ্ব ম. ম আমজাদ হোসেন মিলন, মৌ চাষী সমিতির চেয়ারম্যান আফজল হোসেন, বাঘের হাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতিমা জামিন, তাড়াশ উপজেলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …