27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে গম আবাদের দিকে ঝুঁকে পড়েছেন কৃষকেরা

নওগাঁর ধামইরহাটে গম আবাদের দিকে ঝুঁকে পড়েছেন কৃষকেরা

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাট উপজেলার কৃষকেরা আবারও গম চাষের দিকে ঝুঁকে পড়েছে। এক সময় ধামইরহাট উপজেলায় সবচেয়ে বেশি গমের আবাদ হতো। মাঝের অনেকটা সময় এখানে গমের আবাদ রেখে কৃষক শুধু ধান চাষ শুর্ব করে। সেই কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ায় আবারও ঝুকেছে গম আবাদের দিকে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ধানের চেয়ে গম চাষে খরচ অনেক কম। অনুকূল আবহাওয়া, সার, বীজ ও সেচ খরচ কম হওয়ায় উপজেলার ৮ টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে গমের আবাদ করেছে তারা। এ বছর উপজেলায় গমের বাম্পার ফলন হবে বলে তারা মনে করেন। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের গমের আবাদ করা হয়েছে। শতাব্দী, সৌরভ, প্রদীপ, বিজয় জাতের গমের মধ্যে শতাব্দী জাতের গমের ফলন বেশি হওয়ায় এ জাতের গম আবাদে কৃষকদের আগ্রহ বেশি লৰ্য করা যাচ্ছে। শতাব্দী জাতে বিঘায় ১৪-১৬ মণ ফলন পাওয়া যায়। উপজেলার শ্যামপুর গ্রামের চাষী জামান জানান, তিনি এ বছর ৩ বিঘা জমিতে গমের আবাদ করেছেন। তিনি আশা করছেন, ভালো ফলন পাবেন। ধামইরহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গম চাষে কৃষকদের আগের চেয়ে আগ্রহ বেড়েছে অনেক বেশি।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …