এনবিএন ডেক্স: সরকারী আদেশ অমান্য করে প্রাথমিক ও হাইস্কুল পর্যায়ের নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা বাজারে পরিণত হয়েছে ধামইরহাটের লাইব্রেরীগুলোতে। এখানে এসব বই খোলামেলা ভাবে বিক্রি হচ্ছে। অনেকটা প্রকাশ্যে এ নিষিদ্ধ গাইড বই বিক্রি হলেও প্রশাসন নিষ্ক্রিয়। ফলে সরকার যে উদ্দেশে গাইড বই নিষিদ্ধ করেছে তার উদ্দেশ্য ব্যাহত হতে চলেছে। জানা গেছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়শোনার দিকে মনোযোগ আর্কষণের জন্য গাইড বই নিষিদ্ধ করে। কিন’ কিছু অসাধু ব্যাবসায়ী ও কিছু সিন্ডিকেটের কারনে সরকারের যে লক্ষ্য, মাত্র ব্যাহত হতে চলেছে। ঐ সব লাইব্রেরীতে জুপিটার, লেকচার, পাঞ্জেরিসহ অনেক প্রকাশনীর গাইড বই অহরহ বিক্রি হচ্ছে। আর এ সুযোগে ব্যবসায়ীরা লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। দোকানিরা নির্ধারিত মূল্য ছাড়া অনেক বেশি দামে নোট বিক্রি করছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …