এনবিএন ডেক্সঃ নওগাঁ শহরের একজন প্রকৃতি প্রেমীর বাসায় এক রাতে ৯টি নাইট কুইন ফুল ফুটে রাতেই ঝড়ে গেছে। মঙ্গলবার রাত ৯টা থেকে শহরের দয়ালের মোড়ে নজরুল ইসলামের বাসায় দীর্ঘ দিন সযত্নে লালিত নাইট কুইন গাছে ফুল ফুটতে শুরু করে। ভোররাত ৪টা পর্যন- পর্যায়ক্রমে ৯টি ফুল ফোটে। সংবাদ পেয়ে এলাকার শতশত মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নাইট কুইন ফুল দেখার জন্য ঐ বাসায় ভীড় জমায়। বাসার মালিক নজরুল ইসলাম জানান, তিনি আজ থেকে দুই বছর আগে তার ঢাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গাছটি সংগ্রহ করেছিলেন। এরপর টবে গাছটি লাগিয়ে পরিচর্যা করতে থাকেন এই দিনটির আশায়। অবশেষে মঙ্গলবার রাতে আসে সেই মহেন্দ্রক্ষন। ভোর হতে হতেই পর্যায়ক্রমে নাইট কুইন ফুলগুলো তার স্বভাব অনুযায়ী একে একে ঝড়ে পড়তে থাকে। #
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে