23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর সাপাহারে নারী ঘটিত ঘটনায় সংঘর্ষঃ গ্রেফতার-৮

নওগাঁর সাপাহারে নারী ঘটিত ঘটনায় সংঘর্ষঃ গ্রেফতার-৮

এনবিএন ডেক্সঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরের করল ডাঙ্গা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে বন্ধুর  অনৈতিক কর্মকান্ডের ঘটনার জের ধরে সৃষ্ট সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস’ল হতে ৮ ব্যক্তিকে আটক করে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গছে , জেলার বদলগাছী উপজেলার পুকুরিয়া গ্রামের অছির উদ্দীনের পুত্র আব্দুল জলিল প্রায় ২০-২২ বছর ধরে করল ডাঙ্গা গ্রামে বাসাবাড়ী করে বসবাস সহ বাজারে রাসায়নিক সারের ব্যাবসা করে আসছিল ্‌এই সুবাদে একই গ্রামের আনছার আলীর পুত্র ফল ব্যবসায়ী  প্রতিবেশী যুবক আনোয়ার (৩৮) এর সাথে বন্ধুত্ব গড়ে উঠে। বন্ধুত্বের সূত্র ধরে আনোয়ার সময়ে অসময়ে জলিলের বাড়ীতে যাতায়াত করতে থাকে। ঘটনার দিন রাতে জলিলের অবর্তমানে আনোয়ার তার বাড়ীতে যায় ও জলিলের স্ত্রী রোজিনাকে দরজা খুলতে বলে। তার কথায় দরজা খুলে দিলে আনোয়ার ঘরের ভিতরে প্রবেশ করে জলিলের স্ত্রীকে নিয়ে ঘরে অবস্থান করে। বাজার থেকে বাড়ী ফিরে জলিল তার স্ত্রীর সাথে বন্ধু আনোয়ারকে দেখে ফেলে ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহ হয়। এ সময় গৃহকর্তা জলিল বিষয়টি জানাজানি না করে অতি গোপনে আনোয়ারকে একটি ঘরে তালাবদ্ধ করে আটক রেখে বাড়ীর মালিক তার বদলগাছীর আত্মিয় স্বজনদের সংবাদ দেয়। সংবাদ পেয়ে ওই রাতে একটি ভুটভুটি নিয়ে ১০/১২ জন লোক ঘটনাস’ল জলিলের বাড়ীতে আসে ও আটক আনোয়ারকে মারপিট করে আহত করে ঘরে আটক রাখে। এ ঘটনা সকালে আনোয়ারের পরিবারের লোকজন ও গ্রামবাসী বিষয়টি জানতে পারে এবং আনোয়ারকে বাড়ী হতে বের করে দিতে বলে। এক পর্যায়ে এ নিয়ে গ্রামবাসী ও জলিলের লোকজনের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় এলাকার শত শত উত্তেজিত জনতা জলিলের বাড়ীর বেড়া ও দরজা ভাংচুর করে ভিতরে প্রবেশ করে আহত অবস’ায় আনোয়ারকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস’লে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে ও ওই বাড়ীর মালিক সার ব্যবসায়ী সহ মোট ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলো, বদলগাছী উপজেলার কোলা পুকুরিয়া গ্রামের নুর ইসলাম (২৮) মোজাম্মেল হক (৪৮), বাবু মিয়া (২৭), আজিজুল হক (৪৬), মিজানুর রহমান, জসিম উদ্দীন, গৃহকর্তা আব্দুল জলিল ও সাপাহার করল ডাঙ্গা গ্রামের সুমন মিয়া (১৮)। সাপাহার থানা পুলিশ এ ঘটনায় আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে আটককৃতদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে ওই দিনই নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে। #

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …