পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের অদূরে বৌলপুরে সন্ত্রাসী হামলায় ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশ, গ্রাম পুলিশ সহ ১১ জন আহত হয়েছে।হামলাকারীরা তান্ডবলীলা চালিয়েছে মটর সাইকেল , মালামাল ভাংচুর করে পরিষদের বেশ কয়েকটি কক্ষ এবং মেইন গেটে তালা জুলিয়ে দেয়।বুধবার সকালে সংগঠিত এ ঘটনায় রক্তাক্ত যখম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ কে বাগেরহাট এবং ৪ গ্রাম পুলিশকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় । পুলিশ হাবিলদার মিজানুর রহমান ও নুরুল ইসলাম স’ানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ জানান ,ঘটনার ১ দিন আগে চাষীকে ধান না দেওয়ায় ইউনিয়ন পরিষদে শালিস ব্যবস্থাকে কেন্দ্র করে এবং এর আগে নির্বাচনের জের নিয়ে পরাজিত প্রার্থী শেখ রুহুল আমিনের (ঘড়ি মার্কা ) পক্ষের সায়েদ হাওলাদার , লনি হাওলাদার, মোনঞ্জেল হাওলাদার, লোকমান শেখ, টুকু হাওলাদরের নেতৃত্বে শতাধিক লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে অস্ত্র- সস্ত্র নিয়ে হামলা চালায় । এ সময় তাদের হামলায় চেয়ারম্যান , সহ মহিষপুরা ফাঁড়ীর হাবিলদার মিজানুর রহমান,নুরুল ইসলাম, গ্রাম পুলিশ আবুল কালাম খান, বিনয় কৃষ্ণ মিরবর , মনিরুজ্জামান খান,মোঃ আক্কাস মীর, ও দফাদার সুবল মিরবর ,আব্দুল লতিফ মল্লিক , শিক্ষক গোলাম রসুল, মনির শেখ রক্তাক্ত জখম হয় । চেয়ারম্যান ইলিয়াস শেখ অভিযোগ করে বলেছেন, তাকে হত্যার উদ্যেশে সন্ত্রাসীরা গুলি বর্ষন করেছে ।আহত আব্দুল লতিফ মল্লিক জানান, হামলাকারীরা প্রায় দেড় ঘন্টা যাবত বৌলপুর বাজারে অবস্থান করলে সমস- দোকানপাট বন্ধ হয়ে যায় লোকজন আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছুটাছুটি করে , রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং হামলাকারীরা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা মামলা দায়ের করতে লোকমান শেখ ও টুকু শেখকে নিজেরাই আহত করে পিরোজপুর হাসপাতালে ভর্তি করেছে।
Home / সারাদেশ / বরিশাল / চেয়ারম্যানকে গুলি বর্ষনের অভিযোগ বৌলপুরে সন্ত্রাসী হামলায় ইউনিয়ন চেয়ারম্যান, ২ হাবিলদার ও গ্রাম পুলিশ সহ আহত -১১
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …