19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর চাঞ্চল্যেকর আকরাম হত্যা মামলার আসামী উজ্জল সান্তাহারে RAB হাতে গ্রেফতার

নওগাঁর চাঞ্চল্যেকর আকরাম হত্যা মামলার আসামী উজ্জল সান্তাহারে RAB হাতে গ্রেফতার

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা উপজেলার চাঞ্চল্যেকর আকরাম হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শ্রী উজ্জল কুমার মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে RAB-৫ রাজশাহীর একপি অপারেশন দল। গোপন সংবাদের ভিত্তিতে RAB-৫ এর উপ-পরিচালক স্কোয়াডন লিডার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন টিম গতকাল বুধবার বেলা ১২ টার দিকে সান্তাহার রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকত উজ্জল কুমার মন্ডল নওগাঁ সদর উপজেলার বাহাদিমপুর গ্রামের জনৈক ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
গতকাল বুধবার দুপুরে র‌্যাব-৫ এর একটি টিম গ্রেফতারকৃত হত্যাকারী উজ্জলকে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর উপ-পরিচালক স্কোয়াডন লিডার মোঃ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৭ ডিসেম্বর নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামের ব্রীজের নিচে থেকে আকরাম হোসেন (৩০) নামের এক যুবকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পরে র‌্যাব-৫ বরারর অভিযোগ দায়ের করেন মামলার বাদী ও নিহতের ভাই সানোয়ার হোসেন ছানা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামী গ্রেফতার অভিযানে নামে র‌্যাব। গত কয়েক দিনে নওগাঁর রানীনগর, আত্রাই, জয়পুরহাট, আক্কেলপুর, বগুড়াসহ বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আসামী উজ্জল কুমার মন্ডলকে সনাক্ত করে র‌্যাব। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান-াহার রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার আকরাম হত্যা মামলার অন্যতম আসামী উজ্জলকে। RAB জানায়, এ মামলার প্রধান অপর আসামীকে গ্রেফতার করতে RAB পৃথক টিম অভিযান অব্যাহত রেখেছে।
গতকাল দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে র‌্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে আসামী উজ্জল কুমার মন্ডল এ হতাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং মেয়ে ঘটিত বিষয় নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে এ হত্যাতান্ড সংঘটিত করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান। উল্লেখ্য, নিহত আকরাম হোসেন নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকোপা গ্রামের জনৈক বাহার উদ্দিনের ছেলে।#

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …