23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরের চুঙ্গাপাশা গ্রামের চৌকিদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩টি মামলা

পিরোজপুরের চুঙ্গাপাশা গ্রামের চৌকিদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩টি মামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এক গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা ও দস্যুতার ঘটনায় পিরোজপুর সদর থানায় সোমবার রাতে পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে। থানা সূত্রে জানাযায়, চুঙ্গাপাশা গ্রামের আঃ লতিফ আকন বাদী হয়ে ডাকাত র্ববেল গাজী, গণ পিটুনিতে নিহত ডাকাত সাখাওয়াত গাজী তার স্ত্রী নারী ডাকাত হেনোয়ারা বেগমকে আসামী করে প্রথম মামলাটি দায়ের করেছেন। দ্বিতীয় মামলাটির বাদী একই এলাকার কুদ্দুস শেখ। এ মামলায়ও উপরোক্ত ৩জনকে আসামী করা হয়েছে। শেষের মামলারটি বাদী স্থানীয় চৌকিদার মোতালেব মাঝি। এ মামলায় অজ্ঞাত নামা ৩-৫ জনকে আসামী করা হয়েছে।  দ্বিতীয় ও তৃতীয় মামলাটিতে হত্যার অভিযোগ এবং প্রথম মামলাটিতে দস্যুতার আভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য গত রবিবার রাতে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে স্থানীয় চৌকিদারকে (গ্রাম পুলিশ) কুপিয়ে হত্যা করে ডাকাতরা। এতে উত্তেজিত জনতা ডাকাত দলের সদস্যদের ধরে গণপিটুনি দেয়। এ ঘটনায় ডাকাত দলের সদস্য সাখাওয়াত গাজী ঘটনাস’লে নিহত হয়। এবং ডাকাত সাখাওয়াতের স্ত্রী নারী ডাকাত হেনোয়ারা সহ কয়েকজন আহত হয়।  এর আগে ডাকাত দল চুঙ্গাপাশা গ্রামের আঃ লতিফের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ৪জনকে কুপিয়ে আহত করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলা গুলো তদন্ত করে দেখা হচ্ছে

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …