22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে তসলিমা নাসরিনের লজ্জা বই রাখার অভিযোগে অধ্যক্ষ আটক

জিয়ানগরে তসলিমা নাসরিনের লজ্জা বই রাখার অভিযোগে অধ্যক্ষ আটক

পিরোজপুর প্রতিনিধি: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ ‘লজ্জা’  বইটি কলেজ লাইব্রেরীতে রাখার অভিযোগে পিরোজপুরের জিয়ানগর উপজেলার কেসি (কলারণ-চন্ডিপুর) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম ইউনুস আলীকে আটক করেছে পুলিশ। জিয়ানগর থানা পুলিশ সোমবার রাতে কলেজের লাইব্রেরী থেকে  বইটি উদ্ধার করে এবং আধ্যৰকে আটক করে।জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আঃ মালেক জানান, অধ্যক্ষ এস এম ইউনুস আলী তসলিমা নাসরিনের লেখা লজ্জা বইটি প্রচারনার জন্য  নিজ দখলে রেখেছিলেন। এ জন্য তাকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অফিস সহকারী আব্দুল বারেককেও আসামী করা হয়েছে, আব্দুল বারেক পলাতক।অধ্যক্ষ এস এম ইউনুস আলী  সোমবার রাতে জিয়ানগর থানায় বসে সাংবাদিকদের জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। কলেজের লাইব্রেরীতে থাকা বইয়ের তালিকায় তসলিমা নাসরিনের লজ্জা বইটি নেই বলেও তিনি দাবী করেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …