26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কাউখালী উপজেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কাউখালী উপজেলা শাখার কমিটি গঠন

পিরোজপুরের কাঊখালী উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কমিটি গঠন করা হয়েছে। মোঃ শফিকুল ইসলাম শফিক সভাপতি, জোবায়ের হোসেন বিল্পল সাধারন সম্পাদক ও মনির্বজ্জামান হওলাদারকে সাংগঠনিক সম্পদক করে ৩১ সদস্যের উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীতাবাদী তাঁতী দলের জেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ বশির আহম্মেদ ও সধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন রিয়াজ স্বাৰরিত এক বার্তায় এ তথ্য জানাযেছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …