এনবিএন ডেক্স: জেএসসি পরীক্ষায় নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় আবারো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশের সেরা ২০ স্কুলের মধ্যে নওগাঁর এই বিদ্যালয় এবার ১৬তম স্থান অধিকার করেছে এবং জেলার মধ্যে হয়েছে প্রথম। গত বছর ওই বিদ্যালয় জেলার মধ্যে প্রথম হয়েছিল। পরীক্ষার পাশের হার শতভাগ। ওই স্কুলের ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। এর মধ্যে এ গ্রেডে ৭৮ জন ও এ-গ্রেডে ১৯ ও বি গ্রেডে ৪ জন রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মির্জা পরীক্ষার সার্বিক সাফল্যে সনে-াষ প্রকাশ করে বলেন শিক্ষকদের ঐকানি-ক প্রচেষ্টা নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপসি’তি ও অভিভাবক সমাবেশ, বিশেষ ক্লাস গ্রহণসহ সার্বক্ষনিক মনিটরিং করার জন্য এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আরো ভাল ফলাফল করার জন্য সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …