19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ভাণ্ডারিয়ায় ফারইষ্টের মৃত্যুদাবী চেক হস্তান্তর

ভাণ্ডারিয়ায় ফারইষ্টের মৃত্যুদাবী চেক হস্তান্তর

পিরোজপুর  প্রতিনিধি: শনিবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেসরকারী সংস্থা ফারইষ্ট ইসলামী লাঃ ইঃকোঃ লিমিটেডের ভাণ্ডারিয়া শাখার উদ্দ্যোগে স্থানীয় কার্যালয়ে সংস্থার সদস্য মৃত্যু বরণকারী জিন্নাত জেসমিন এর মনোনিত স্বামী মোঃ আনোয়ার হোসেন ছেলে মোঃ পিয়াল এর  হাতে মৃত্যুদাবী চেক হস্তান্তর করেণ প্রধান অতিথী মুহতারাম মোঃ আব্দুল মান্নান জেইভিপি ও বিভাগীয় কর্মকর্তা বরিশাল। এ সময় উপসি’ত ছিলেন বিভাগীয় জেএস ভিপি ও সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, জেভিপি ও ইনচার্জ পিরোজপুর মোঃ এমরান হোসেন,ভাণ্ডারিয়া শাখা পরিচালক মোঃ আলমগির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাওলাদার আঃ রসিদ, ন্যাশনাল প্রেস সোসাইটির উপজেলা সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু,মোঃ আল আমিন,মোঃ শাহিন মুন্সী সহ সংগঠনের অন্যান্ন সদস্য/সদস্যা বৃন্দ।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …