পিরোজপুর প্রতিনিধি:জিয়ানগর ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার ৯০% হওয়ায় ছাত্র অভিভাবকরা উৎফুল্ল। শনিবার ছাত্র অভিভাবকদের উপসি’তিতে ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস,এম লোকমান হোসেন। প্রথম শ্রেনী থেকে ৪ র্থ শ্রেনী পর্যন- মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। গড় পাশেরহার ৯০%। প্রথম শ্রেনীতে প্রথম হয়েছেন হুমায়রা বুশরা সাকি, দ্বিতীয় হয়েছেন নুসরাত জাহান মুনা, তৃতীয় হয়েছেন শাহারিয়া হোসেন অনিক, দ্বিতীয় শ্রেনীতে প্রথম হয়েছে তাজকিয়া বিনতে ফারুক, দ্বিতীয় নাঈম মাহমুদ প্রিন্স, তৃতীয় সিফা সুলতানা, তৃতীয় শ্রেনীতে প্রথম হয়েছে। ফারিয়া আহম্মেদ এশা, দ্বিতীয় জাকিয়া নাহার চদনী, তৃতীয় অনিক মালাকার শুভ। চতুর্থ শ্রেনীতে প্রথম হয়েছেন ফায়রিন কবির লামিয়া, দ্বিতীয় মোঃ মুনঈম খান, তৃতীয় ইমান হোসেন রনি।
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশছাত্র ও অভিভাবকরা উৎফুল্ল
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …