এনবিএন ডেক্সঃ নওগাঁ সহ ১১টি উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ ঊর্ধ্বগতির বাজারে জ্বালানি ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রতি মণ জ্বালানী লাখড়ি ১২৫/১৫০ টাকা মণ দরে কেনা-বেচা হচ্ছে। অপরদিকে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় চাকরী জীবি ও বিত্তবানেরাও হিমশিমের মধ্যে রয়েছে। গ্রামের খেটে-খাওয়া সাধারন মানুষেরা লতা-পাতা খড় দিয়ে জ্বালানী কার্য শেষ করত কিন্ত বর্তমানে কালের বিবর্তনে সেই প্রথা উঠে যাওয়ায় গ্রামের মানুষেরাও লাখড়ির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অপরদিকে লাখড়ির দাম দ্বিগুন ভাবে বৃদ্ধি পাওয়ায় গ্রামের বধূরা খড় ও গাছের পাতা পোড়াতে আর পারে না। সরেজমিনে দেখাগেছে, গ্রামের অনেক পরিবার জ্বালানীর অভাবে ৩ বেলার রান্না এক বেলায় পাক করে কোন রকমে চলছে। এদিকে আদিবাসী নারীরা প্রতিনিয়তই এলাকার বনজঙ্গল কিংবা রাস্তার পাশ থেকে জ্বালানি কুড়িয়ে তাদের চাহিদা কোন রকমে পুরণ করে আসছে। জ্বালানী সংকটের কারণে শহর ও গ্রামের লোকজনেরা তাদের দৈনন্দিন রান্নার কাজে ভোগান্তির শিকার হচ্ছে।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …