7 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়াগনরে সিডর বিধ্বস্ত সড়কগুলো ৪ বছরেও নির্মান হয়নি

জিয়াগনরে সিডর বিধ্বস্ত সড়কগুলো ৪ বছরেও নির্মান হয়নি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের উপকুলীয় উপজেলা জিয়ানগর । সিডরে এ উপজেলার ২০টি সড়ক বিধ্বস্ত হয়ে গেলেও তার অধিকাংশ ৪ বছরেও নির্মান হয়নি । উপজেলার এ জনগুরুত্বপুর্ন সড়কগুলো নির্মান না হওয়ায় জনসাধারনের চলা চলে সমস্যা সৃষ্টি হচ্ছে । উপজেলার বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামের আচমত আলী হাওলাদারের বাড়ী হইতে কচা নদীর বেড়ী বাধ পর্যন্ত ২ কিঃ মিঃ সড়ক সিডরে পানির তোড়ে একেবারে বিলীন হয়ে যায় । ঐ গ্রামে শিশু নারী সহ ৭ জন লোক মারা যায় এবং ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতী হয় । সিডরের পরে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা সড়কটি সংস্কার করলেও আইলায় তা আবার বিলীন হয়ে যায় । ঐ সড়কে গিয়ে দেখা যায় অধিকাংশ রাস্তা নাই এছাড়া খানা খন্দকে ভরা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে । ঐ সড়কের ২ প্রান্তে ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১টি ইটের ভাটা রয়েছে কিন’ সড়কটি জনগুরুত্বপুর্ন স’ানীয় ইউনিয়ন পরিষদ সড়কটি সংস্কার  বা মেরামত করছেনা ফলে এলাকাবাসীকে ৪ বছর ধরে সীমাহিন কষ্ট শিকার করে চলা চল করতে হচ্ছে । ঐ গ্রামের ভুক্তভোগী বাসিন্দা মাওলানা শহিদুল ইসলাম জানান সিডরে রাস-াটি বিলীন হলেও একাধিক দপ্তরে লিখিতভাবে আবেদন করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস’া নিচেছ না । এভাবে চন্ডিপুর সড়ক, ইন্দুরকানী সাঈদখালী সড়ক সহ কচা নদী তীরবর্র্তী প্রায় ১০ টি সড়ক এভাবে সংস্কারবিহীন পড়ে রয়েছে । এদিকে কর্তৃপক্ষের কোন দৃষ্টি নাই । এ বিষয় বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান এ জনগুরুত্বপুর্ন সড়কগুলো আগামী অর্থ বছরে নির্মানের জন্য প্রকল্প গ্রহন করা হবে । উপজেলা উপ- প্রকৌশলী আজমল হোসেন জানান সিডর বিধ্বস্ত সড়কগুলো প্রকল্প তৈরী করে বরাদ্ধের জন্য পাঠানো হয়েছে । বরাদ্ধ সাপেক্ষে সড়কগুলো নির্মান করা হবে ।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …