22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / র‌্যাবের অভিযান নওগাঁর রানীনগরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২৫ জুয়ারী গ্রেফতার; এক মাস করে জেল

র‌্যাবের অভিযান নওগাঁর রানীনগরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২৫ জুয়ারী গ্রেফতার; এক মাস করে জেল

এনবিএন ডেক্স: নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে আসর বসিয়ে জুয়া খেলার সময় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বাঘাসহ ২৫ জুয়ারী।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার পিপিএম এর নেতৃত্বে একটি টিম রানীনগর উপজেলার কুজাইল বাজারে অভিযান চালিয়ে জুয়াড়ীদের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
বুধবার রাতেই নওগাঁ শহরের জেলা পরিষদ ডাক বাংলোয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর উদ্দিন আল ফারুক ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শামিম হোসেন (৩০), রানীনগর উপজেলার কুজাইল গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মাহমুদ সোনার (৪০), শফি উদ্দিনের ছেলে তানসেন (৩৯), আবুল হাসেন খানের ছেলে অরেস খান (২৭), ইব্রাহিম মল্লিকের ছেলে স্বপন মল্লিক (৪০), সামসুল হকের ছেলৈ মাহবুব হোসেন (২৭) ভবানীপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাইম হোসেন (২৬), কাশিমপুর গ্রামের হামেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৩), মুসলিম প্রামানিকের ছেলে আতোয়ার রহমান (৩৮), আব্দুস সামাদের ছেলে আসলাম হোসেন (২২), ফজলু প্রামানিকের ছেলে রঞ্জু প্রামানিক (২৮), মৃত হোসেন আলী মন্ডলের ছেলে দিলবর হোসেন (৫০), ভবানীপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে হান্নান শেখ (৩০), আব্দুস সামাদের ছেলে রব্বানী (২০), মেছের মোল্লার ছেলে আজাদ হোসেন (৫০), তারিক উদ্দিনের ছেলে স্বপন (৪৫), দূর্গাপুর গ্রামের মৃত এবারত আলীর ছেলে রহিম সরদার (৩৮), মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (২২), ছানার ছেলে রিফাত (২৩), কৃষ্ণপুর গ্রামের দারাজ আলী ছেলে মজিবর রহমান (৩৮),  হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪২), সর্বরামপুর গ্রামের মৃত এশারত আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬), কুজাইল দক্ষিনপাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে কালাম (২৮), কুজাইল হিন্দুপাড়ার নরেশ চন্দ্রের ছেলে সুশিল চন্দ্র সরকার (২৬)সহ সকল জুয়ারীর প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সাজা প্রদান শেষে রাতেই সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠান। #

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …