পিরোজপুর প্রতিনিধি:জিয়ানগরে তীব্র শীত ও শীত জনিত রোগে ৫ দিনে ৫ জনে মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পর্শবর্তি চন্ডিপুর গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম শেখ কাঠ কাটতেগিয়ে শীতে আক্রান- হয়ে ঘটনাস’লেই মাড়া যায়। এলাবাসি সূত্রে জানাযায় গতকাল ৩ সন্তানের জনক দিনমজুর রুফিকুল ইসলাম প্রচন্ড শীতে কাদা ও পানিতে দাড়িয়ে থেকে সকাল থেকে সন্ধা পর্যন- ঐ গ্রামে কামাল ইসলাম শেখের গাছ কাটতে ছিল। সন্ধ্যার দিকে কাঠ কাটা অবস্থাই শীতে কর্মরত স্থানে ঢলেপরে এবং ঘটনাস’লেই মারা যায়। এছাড়া মঙ্গলবার রাতে উপজেলার কালাইয়া গ্রামের ভগবতীরানী হাওলাদার (৮০), নুরমোহাম্মাদ (৭০) যায় মধ্য বালিপাড়া গ্রামের দিন মুজুর মজিবুর রহমান (৬৫) ও ইন্দুরকানী গ্রামের ব্যবসায়ী মোসলে আলী (৬০) মারা যায়। শৈত্য প্রবাহের কারনে ন্বি আয়ের মানুষ কাজ করতে পারছেনা। উপজেলার চর সাঈদখালী ও পাড়েরহাট আবাসন প্রকল্পের হতদরিদ্ররা শীত বশ্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ খালেকগাজী জানান ১৮৫টি কম্বল উপজেলা প্রশাসনে আসলেও তা বিতরন করা হয়নি।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …